ঘুম থেকে আজ উঠেই দেখি ঘাসে,
শিশিরবিন্দু টলমলিয়ে হাসে।
মনে আমার উঠলো খুশির বান,
আপন মনে গাইছি সুখে গান।
যাদব বাবু বললো ডেকে, ভাই
এতো খুশির কারণ জানতে চাই।
ঘাড় বাঁকিয়ে দেখাই তাকে ব্যাঙ,
ঘাসের 'পরে নাচছে তুলে ঠ্যাঙ।
ঝড়ের মতো শিশির বিন্দু রেগে,
মাটির 'পরে পড়ছে ভীষণ বেগে।
মুক্তোর মতো করছে টলোমল,
নদীর বুকে যেন ছলাৎ জল।
শরৎ প্রাতে দূর্বা ঘাসে ওই,
শিশির নেচে ভাজছে যেন খই।
তোমরা থাকো ভাবের থেকে দূর,
কবির বুকে শিশির তোলে সুর।
০২/১১/২০২২ ইং