আকাশের বুকে সাদা সাদা মেঘ
যেন পাল তোলা নাও,
মনের আকাশে ভেসে উঠে ধীরে
আমার ছোট্ট গাঁও।
ভাদরের মেঘ জলে ছায়া ফেলে
ভেলার মতন ভাসে,
তারি নিচে ফোটা শাপলা-কমল
যেন সুধাকর হাসে।
কল্পিত চোখে চেয়ে দেখি সুখে
চারিদিকে শুধু জল,
সবুজ পাতার ধান চারাগুলো
করে যেন টলমল।
মৃদু বায়ে দোলে, তারি গায়ে গায়ে
ঘাসফড়িঙের দল,
ছুটোছুটি আর লাফালাফি ক'রে
জুড়ে দেয় কোলাহল।
নদীর কিনারে ঘন কাশবন
বরফ ধবল ফুল,
পল্লী মেয়েরা কানে গুঁজে দিয়ে
বানায় শখের দুল।
পল্লী বালার পুষ্পিত হাসি
এলায়িত কুন্তল,
এ যেন নরম কাশফুল দোলা
আঁখি করে ছল ছল!
স্মৃতির মিনারে ভেসে ওঠে সেই
পল্লী গাঁয়ের স্মৃতি,
পাথুরে শহরে ভালোবাসা নেই
নেই প্রকৃতির প্রীতি।
০৯/০৯/২০২২ ইং