উন্মুক্ত আকাশ বেয়ে ধায় চারা গাছ,
সূর্য থেকে শুষে নেয় তাপ পলে পলে।
বেয়াড়া আগাছা যদি ঢাকে নভঃতল,
মৃত্যুর উদগ্র তীর চারা গাছ গলে।
অফুরন্ত জ্ঞান তীর্থ বিশ্ববিদ্যালয়,
সবুজ তরুণ তুর্কি তার ময়দানে,
ব্যস্ত সূর্যতাপ সম জ্ঞান অন্বেষণে,
অসভ্য, বর্বরগুলো বুঝে না তো মানে।
অন্ধকার পথে ওরা ক্ষমতায় যেতে,
ক্যাডার বাহিনী গড়ে শিক্ষা প্রতিষ্ঠানে।
তরুণ তুর্কির করে মগজ ধোলাই,
ব্যর্থতায় অবাধ্যকে শেষ করে প্রাণে।
এভাবেই বর্বরেরা দেশের নিঃশ্বাস
সবুজ প্রজন্ম নাশে! কুড়ায়- শাবাশ!!
০১/০৯/২০২৩ ইং
বিঃ দ্রঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র মৃত্যু নিয়ে দেরিতে হলেও কিছু লেখার চেষ্টা।