ব্যর্থ প্রেমের অগ্নি দহন তোমার বুকে বাজে,
আকাশ সমান দুঃখ তাইতো সূর্যতেজে রাজে।
যে রমণীর স্মৃতি নিয়ে দিনাতিপাত করো,
তুমি কি তার মনে আছো?- বুঝেই না হয় মরো!

তোমার বুকে সাগর লাফায়, ক্লান্ত দুপুর রোজ,
মলিন বিকেল যায় মাড়িয়ে কে রাখে তার খোঁজ?
যার জন্য মন পুষ্পকানন সে কি গো তা জানে?
নয়তো সৃষ্ট ফুল বাগানের থাকবে নাকো মানে।

সকাল-সাঁঝে, কাজের মাঝে উপস্থিতি যার,
প্রেরণা দেয়, হাসায়-কাঁদায়- মন যমুনায় তার,
ভাসে কি রোজ তোমার নৌকা তপ্ত অনুরাগে?
নাকি শুধুই কেঁদে মরো সিঁদুর রাঙা ফাগে?

তুষার ধবল মনে তোমার মরু তৃষ্ণার বান,
কূল ছাপিয় নিত্য ভাসায়, আনে দুঃখ গান।
ঝড়-বাদলে, নিদাঘ রোদে যার তরণী বাও,
সে কি তোমায় ভালোবাসে নাকি দুঃখ ফাও?

অনন্ত এ বিশ্ব মাঝে ভালোবাসা আজ,
কূট-কাচালি, স্বার্থ রোগের বৈধব্য এক সাজ।
তবুও যার বুকে এমন মরুর পুষ্পবাস,
চাই না অমন হৃদয়ে হোক দুঃখ-কাঁটার চাষ।

১৯/০১/২০২৫ ইং

অনেকেই ব্যর্থ প্রেমের কারণে দেওয়ানা হয়ে যায়। সারা জীবন কাটে হা-হুতাশায়। চলমান সময়ের একজন স্বনামধন্য কবির লেখায় প্রায়শই এমন চিত্র উঠে আসে। এরকম ব্যর্থ প্রেমিক, বিশেষ করে বরেণ্য কবিবন্ধুর উদ্দেশে আমার আজকের এ কবিতা।