গুজব ছড়াতে মহা ওস্তাদ ও দেশের কিছু লোক,
কুট কুট করে কামড়ায় শুধু- ছারপোকা, নাকি জোঁক?
চিন নাকি কাল দখল করেছে আমাদের ষাট কিমি,
এ কথা রটিয়ে মাতাল মানুষ আনন্দে খায় মিমি!

অবাকে তাকাই দেখে কু-মেধার বিস্ময়কর ঝাঁজ!
ভুল মদ খেয়ে ভুলভাল বকে রাস্তায় করে রাজ!!
মাঝে মাঝে বলে 'যুদ্ধ করবো'- দেখে শুনে পায় হাসি,
মরার পূর্বে ডানা মেলে ওড়া পিপীলিকা রাশি রাশি।

আমার এ দেশ নিয়ে মাতামাতি লাভ কি খানিক হবে?
যত কচলাবে লেবু তিতে হবে- বুঝলে শান্তি রবে।
শত্রুতার এ মন্দমতির গুণ্ঠন খুলে চাও,
দেখবে তিমির বিদারী সূর্য, স্বজনের ছবিটাও।

স্বার্থ পিয়াসি মাতালের রথে উঠে যদি পাও সুখ,
ভুজঙ্গ শিরে চুম্বন করে আনন্দে ভরো বুক--
অদূর আগামী কৃষ্ণ মেঘের নর্তনে হবে কালো,
সহসা পাবে না রবির কিরণ ফুটাতে নবীন আলো।

০৯/০৯/২০২৪ ইং