হৃদয়ের তারে ছিল লেখা তোর নাম,
ছিঁড়ে গেলি, ছেড়ে গেলি বিলায়ে দুর্নাম।
সকালের সোনা রোদে খুঁজি তোর মুখ,
বিহগের কাকলিতে খুঁজে ফিরি সুখ।
তোকে ছাড়া এ জীবন মনে হয় বিষ,
মৃদু বায় বলে যায় কানে ফিস ফিস,
কেন তার পথ চেয়ে বসে থাকো রোজ?
রোদেলা দুপুরে তার কেন কারো খোঁজ?
তবু তোর পথ চেয়ে কেটে যায় কাল,
বিরহের দাবানলে আমি বেসামাল।
তোর হাসি ছিল ওই সুধাকর আলো,
পূর্ণিমার চাঁদ আজ তমসার কালো।
হৃদয়ের বহ্নিজ্বালা কে নিভাবে বল?
তোর কথা ভেবে কেন চোখে আসে জল?
তুই তো হাসিস সুখে বৈভবের বুকে,
আমি কেন মরি বল শুধু ধুঁকে ধুঁকে?
তোর কথা ভেবে ভেবে আজো কাটে রাত,
হতাশার মাঝে খুঁজি সোনালি প্রভাত।
পুনরায় এই বুকে আয় ফিরে পাখি,
হারাবে কাজল চোখে সতৃঞ্চ এ আঁখি।
০৪/০১/২০২১ ইং
আসরের বরেণ্য সত্যিকারের বিরহের কবি, বন্ধুপ্রতিম ভাই মোঃ আব্দুল লতিফ রিপন এর অনুভূতির অনুরণনে লেখা এই কবিতাটি।
তাই কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।
.