বারবনিতার বাড় বেড়েছে
সমাজ দেহে ক্ষত,
বিত্ত মাঝে চিত্ত হারায়
ওরা অবিরত।
অপা-মোনালিসার সংখ্যা
দিনে দিনে বাড়ে,
যেন তড়িত বজ্র হানে
আমজনতার ঘাড়ে!
ওদের চলার স্বর্গ রথের
স্বর্ণ চূড়ায় যিনি,
ধবল নিশান উড়িয়ে গিরি
পার হয়ে যায় তিনি।
পাঁকে পড়ে আর্তস্বরে
চিৎকার করে বলদ,
তবুও বিবির নাম বলে না
গোপন রসের গলদ।
ভোগ-বিলাসে মত্ত ছিলে
এখন বলির পাঁঠা,
ভাঙা ললাট জুড়বে না আর
দিয়ে কাঁঠাল আঠা।
তবুও কেন বারবনিতার
চরণযুগল চাটো?
সময় থাকতে কোচড় ঝেড়ে
সঠিক পথে হাঁটো।
০১/০৮/২০২২