শিক্ষা জাতির মেরুদণ্ড ছুটলে শিক্ষার রথ,
নিঃসন্দেহে খুঁজে পাবে সফল হওয়ার পথ।
মাতৃভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি জ্ঞান চাই,
এটাই সফল হওয়ার মন্ত্র বিকল্প এর নাই।

ইংরেজি ইশকুলে যাচ্ছে ধনীর ছেলে-মেয়ে,
শিখছে চোস্ত ইংরেজি সব পলান্ন ভাত খেয়ে।
ওরাই বড়ো চাকরিজীবী, ডাক্তার-ইঞ্জিনিয়ার,
দেশ-বিদেশে ওরাই সফল গরিব পারছে কি আর?

সরকারি ইশকুলে যাচ্ছে গরিবের সন্তান,
কম ইশকুলেই আছে বিদ্যা-শিক্ষার সঠিক মান।
পঠন-পাঠন হয় না তেমন থাকে না তো চাপ,
তাই পড়ে না- ঘুরে বেড়ায় চাকরিতে নেই ছাপ।

গরিব ঘরের ছেলে-মেয়ে শুনো দিয়ে মন,
নিজ দায়িত্বে পড়ালেখা করো অনুক্ষণ।
মাতৃভাষার সঙ্গে সবাই ইংরেজিটা শিখবে,
নইলে চাকরির পরীক্ষাতে তোমরা কি আর টিকবে?

উচ্চ আধিকারিক-ধনী-ক্ষমতাবান যারা,
চায় না দেখতে গরিব লোকের শিরদাঁড়াটা খাড়া।
তাইতো শিক্ষা ব্যবস্থাতে আকাশ সমান গলদ,
গরিব ছাত্রদের বানাতে চায় যে ওরা বলদ।

১০/০২/২০২৫ ইং