মনে পড়ছে বালক বীর অভিমন্যুর কথা
নবোদিত সূর্যের মতো বিপুল বিক্রমে ঢুকে পড়ে শত্রু বেষ্টিত চক্রব্যুহের ভিতরে
অকুতোভয়, নির্ভীক সেনানী
অন্যায় যুদ্ধে সপ্তরথী কেড়ে নিয়েছিল তার জীবন
মৃত্যুর আগে মরেনি সে
পাঁচ হাজার বছর পর যেন আবার পেলাম তাঁকে--
ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের অকুতোভয়, নির্ভীক প্রেসিডেন্ট
প্রবল প্রতাপশালী রাশিয়ার সৈনে ভরে গেছে তাঁর দেশ
একের পর এক শহর পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে
ধূর্ত শিয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়েছে বন্ধুবেশী নপুংসক ন্যাটো
তবুও সে নির্ভীক
যোদ্ধা না হয়েও যোদ্ধার বেশে বেরিয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রে
বলেছে, "আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট নই;
পালাচ্ছি না দেশ ছেড়ে"
বিজয় হবেই আমদের
জীবনকে তুচ্ছ করে দেশ প্রেমের অপূর্ব দৃষ্টান্ত
বসন্তের আগমনে যেভাবে উদ্বেলিত হয় প্রেমিক যুগল
তেমনি এ দুঃসময়ে তাঁর দেশপ্রেমের বসন্তে উজ্জীবিত তাঁর জনগণ
সবাই আত্মরক্ষার জন্য খোঁজে ইঁদুরের গর্ত
কিন্তু তিনি এবং তাঁর জনগণ ব্যতিক্রম!
সাবাস "ভলোদিমির জেলেনস্কি"!
যুদ্ধে হেরে যাও কিংবা জিতে যাও
দেশপ্রেমের জন্য তুমি হবে চির অবিনশ্বর--
০৫/০৩/২০২২ ইং