শ্রাবণ বৃষ্টি কোথায় গেল কেউ জানে না আজ,
দিনে-রাতে আকাশ তলে মেঘের যুদ্ধ সাজ!
"বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদে এলো বান"
সে সব যেন এখন শুধু গল্পকথা, গান।
যখন-তখন আকাশ জুড়ে মেঘের দাপাদাপি,
মেঘ বালিকা সজল হাওয়ায় খোলে বৃষ্টির ঝাঁপি।
ঝপ্ ঝপা ঝপ্ নেমেই বৃষ্টি উধাও হয়ে যায়,
ভেজে না পথ ভরে না জল পুকুর ও ডোবায়।
শ্রাবণের এ কেমন খেলা নেই কো কোথাও কাদা,
রুক্ষ মেজাজ প্রকৃতি আজ সেজে আছে হাঁদা।
নেই সে শাওন ময়ূর পেখম মেলে না আর মন,
সুখ পিয়াসি যৌবতী মন করছে অনশন।
পাড়ায় পাড়ায় যায় না শোনা ভেকের উচ্চ নাদ।
হারিয়ে গেছে ঝিল্লি মুখর চন্দ্রপ্রভার ফাঁদ।
৩১/০৭/২০২৪ ইং