চৈত্রের শেষ, অগ্নি দহন,
আসছে বোশেখ মাস,
গগনের ভালে উল্লাসে মাতা
মেঘ বালিকার বাস।
ছোট ছোট মেঘ ছড়িয়ে ছিটিয়ে
করে কী যে মাতামাতি!
এ যেন মর্ত্যে খেলায় মত্ত
শিশুদের হাতাহাতি।
ঝিরিঝিরি বায়ে বৃক্ষ শাখায়
নব পল্লব নাচে,
তারি নিচে সুখ, পুড়ে যায় মুখ
বাইরে রোদের আঁচে।
হঠাৎ আকাশে কী যে হুটোপুটি
অম্বুধ রাশি ছোটে!
চেয়ে দেখি কালো মেঘের আড়ালে
বৈশাখি ঝড় ওঠে।
ঝড়ের মাদলে নতুন বছর
আগমনী গান গায়,
বিত্ত বিলাসী মানুষের সুখ
গরিবের হায়! হায়!!
ঝড়ের দাপটে উড়ে যাক যত
বেদনার বিভ্রাট,
নব বৈশাখে খুলে দেই এসো
সুখের রোদেলা হাট।
এসো ছুঁড়ে ফেলি দুঃখ-বেদনা
জীর্ণ পাতার মত,
রুদ্র বোশেখে এসো সোল্লাসে
ফাগুন ফুটাই শত।
০৯/০৪/২০২৩ ইং
বিঃ দ্রঃ এখন আকাশ মেঘমুক্ত। ঝড়-বৃষ্টির কোন দেখা নেই। কিন্তু লেখাটা যেদিন লিখেছিলাম সেদিন আকাশে মেঘ ছিল।ছিল ওদের ছুটোছুটি।
কবি বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা।