রিমিতার আঁকা ছবি মনোরম অতি,
মধ্যিখানে বয়ে চলা নদী মধুমতি।
একপাশে ছনে ঘেরা ছোট কুড়েঘর,
তারি পাশে কাশবন, ধুধু বালুচর।
সাদা সাদা কাশফুল আকাশের পানে,
চেয়ে চেয়ে দোল খায় পাখিদের গানে।
হরেক রঙের পাখি উড়ে উড়ে যায়,
ওরা যেন মিশে যায় মেঘেদের গায়।
বয়ে চলা মধুমতি স্বচ্ছ জল তার,
লাল নীল পাল তোলা নৌকার বাহার।
উপরে আঁধার হরা রক্ত রাঙা রবি।
বিমুগ্ধ নয়নে চেয়ে দেখি তার ছবি,
ছবি এঁকে রিমিতার মনে খুশি খুব,
জননীর কোলে উঠে দেয় সুখে ডুব।
১০/০৯/২০২৩ ইং
শিশুতোষ ছড়া