সবাই স্বার্থপর
আমিও
আমার উপর নির্ভরশীল যারা
যারা আমায় ভালোবাসে
আমার কাছে তাদের স্বার্থ আগে
তাদের জন্য বিকিয়ে দিতে পারি সব
বিকিয়ে দিতে পারি নিজেকে
কিন্তু আমি যার বা যাদের উপর নির্ভরশীল
তারা আমায় ডুবিয়ে দিয়ে
পেটে লাথি মেরে
ব্যস্ত রেসের ঘোড়ায়
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অবিশ্বাসের আগাছা
৩০/০৩/২০২৫ ইং