বেড়েছে প্রসার শিক্ষা-বিত্তে, বেড়েছে মনের দৈন্য,
ভালোবাসা গেছে বন্যায় ভেসে জয়ী লোভ নামী সৈন্য।
একা ভালো থাকা অভ্যেস খুব চাও না পরের ভালো,
বিদ্যার জোরে অপরের ক্ষতি করে কেন সৃজ কালো?
বুঝো কি জীবনে দিবা-নিশি চলে আলো আঁধারের খেলা?
সুবাস ছড়ানো ভোরের কুসুম ঝ'রে যায় হ'লে বেলা।
আলো ঝলমলে তেজস্বী রবি চপল মেঘেরা ঢাকে,
কী করার আছে ওই তপনের? উঁকি মারে ফাঁকে ফাঁকে।
ওই তেজস্বী রবি অসহায় ক্ষুদ্র মেঘের কাছে,
তুমি আর আমি কোন হনু শুনি? তাকিয়ে দেখো না পাছে।
মিলেমিশে থাকা মানুষের ঠোঁটে ভোরের শিশির হাসি,
তারই উজ্জ্বল কিরণে তোমার বদনে বেদনা রাশি।
"একতাই বল" ছোট্ট বেলায় শেখনি কি তুমি বলো?
তবে কেন আজ স্বার্থের পালে হাওয়া দিয়ে দিয়ে চলো?
স্বজন-সুজন ছেড়ে কেন তবে স্বার্থের তরি বাও।
দলছুট যারা সুখে কি রয়েছে? ভালো করে বুঝে নাও।
চুপি চুপি থাকো আপন ভুবনে সুখের পশরা নিয়ে,
অথচ সুখেরা সুবাস ছড়ায় ভাগ যদি যাও দিয়ে।
দুঃখরা হয় অর্ধেক যদি বিলাও স্বজন মাঝে,
সঠিক শিক্ষা সুখ এনে দেয় সকাল-সন্ধ্যা-সাঁঝে।
১১/০৯/২০২৩ ইং