রবীন্দ্রনাথ বিশ্বকবি সারা বিশ্বের মাথার তাজ,
মিথ্যেবাদীর বিদ্রুপে কি তার মস্তকে পড়বে বাজ?
গোটা কতক হিংসেবাদী ছুঁড়লে হিমালয়ে ঢিল,
হিমালয়ের হয় কি কিছু? ক্লান্ত হাতে লাগবে খিল।
সিন্ধু সেঁচে মুক্তো আনে শিক্ষা, বুদ্ধি আছে যার,
কালি দিয়ে নির্বোধেরা ডুবাতে চায় সম্মান তাঁর।
মিথ্যে তথ্য তুলে যারা গুরুর মাথায় ছোঁড়ে তীর,
লক্ষ্য ভ্রষ্ট হয়ে আপন বক্ষ হবে শত চির!
মাতাল যদি ভুল করে তার মাথা ঠোকে দেয়ালে,
ফাটবে মাথা ঝরবে রুধির বদ মাতালের খেয়ালে।
দেয়াল থাকবে ঠায় দাঁড়িয়ে উঁচু হয়ে চিরকাল,
তেমনি অন্ধের গন্ধ শূলে নষ্ট হয় না রবির পাল।
রবির তেজে বিশ্বে পাচ্ছে বাংলা ভাষা মর্যাদা,
ওরে মূর্খ!! হিংসে করে তার ললাটে দিস কাদা?
রবি তো নয় ক্ষণভঙ্গুর খিলান যুক্ত পাতলা কাঁচ,
উন্মুক্ত সে- আঘাতে তাঁর লাগবে না রে কোন আঁচ।
রবির ধ্বজা গগন জুড়ে উড়বে আপন মহিমায়,
ও কেতকী, জুঁই-চামেলী আয় আনন্দে নাচি আয়।
০২/০৪/২০২৪ ইং