কতদিন পরে কাঁদিলো আকাশ
ঝরিয়ে বাদল বারি,
তৃষিত ধরণী মিটালো তিয়াস
দীর্ঘ নিশাস ছাড়ি।
বসন্ত আজি মধ্য গগনে
ছড়িয়ে রঙের মেলা,
তৃষিত বক্ষে চেয়েছিল হোক
মেঘ বালিকার খেলা।
মৃদু মৃদু বায়ে কাঁদিলো আকাশ
তুলিয়া মধুর ধ্বনি,
কী জানি কিসের উচ্ছ্বাসে কাঁপে
প্রিয়ায় চোখের মণি!
এ কী কলরোল ঘনঘোর বোল
ইচ্ছে পিয়াসি মন,
বলে সে হাসিয়া- চলো বৃষ্টিতে
ভিজে আসি কিছুক্ষণ!
রোগ বালাইয়ে কাতর এ আমি
বলি জুড়ি দুই কর,
সুখের বাদল ঝরিছে হাসিয়া
তারি সাথে এনে ঝড়।
এসো না দুজনে বসি মুখোমুখি
তৃষিত নয়ন মেলে,
ঝরুক বাদল পিপাসী বক্ষে
পুষ্প মাধুরী ঢেলে।
১৭/০৩/২০২৩ ইং