পুরনো শকুন আবার জেগেছে খামচে ধরেছে পতাকা,
দেশের জাতীয় সংগীত নিয়ে করছে কাকেরা কা-কা-কা!!
ওদের আত্মা বন্দী রয়েছে পুরনো ব৺ধুর অন্তরে,
তিরিশ লক্ষ শহীদ রক্তে শকুন এখনো সন্তরে!
জায়া-জননীর ইজ্জত লোটা নোনতা স্বাদের ঝোঁক,
ভোলেনি শকুন, তাই মনে জাগে পুরোনো দিনের শোক!
সঙ্গে জুটেছে নব রাজাকার করছে মেধার বড়াই,
লাঞ্ছিত করে শিক্ষাগুরুকে ডুবিয়েছে গোটা ধরাই।
জাগো, জাগো আজ, জাগাও বাঙালি পতাকা শোভিত শির,
দেশের জাতীয় সংগীত গেয়ে কাঁপাও শকুন নীড়।
এখনো যে সব ভীরু কাপুরুষ চুপ করে আছো গেহে,
বীণা ঝংকারে জেগে উঠে এসো বাইরে সতেজ দেহে।
ভীরুতার ভিড়ে শকুনেরা জাগে দস্যি কাকের দল,
আড়মোড়া ভেঙে ধর্মের নামে ছিটায় নোংরা জল।
জেগে ওঠো বীর উঁচু করে শির গাও সাম্যের গান,
মস্তকে রেখে বীর নজরুল একতায় দাও শান।
০৮/০৯/২০২৪ ইং