আমায় মেরে সীমার তুমি আনন্দে খুব লাফাও,
সেই সে সুখে তোমরা সবাই কোকিল কন্ঠে গান গাও।
আমি যখন তোমায় মারি, মারি তোমার চেলা,
টইটুম্বুর কষ্ট হ্রদে ভাসে তোমার ভেলা।
কারো বুকে আঘাত করলে তারও লাগে কষ্ট,
আজীবন তার মনে সে দাগ আগুন জ্বালায় পষ্ট।
সুযোগ এলে সে কখনো থাকতে পারে বসে?
গণ্ডার বিবেক কাঁদে তোমার খেয়ে থাপ্পড় কষে।
সুনামী কি বলে আসে? এলেই ভাঙে তীর,
ভাসায় জীবন, স্বপ্ন-আশা, সুখের শক্ত নীড়।
সুনামি কেউ আনলে ডেকে সে কি রক্ষা পায়?
যেমন সাপুড়েকে সর্প সুযোগে কামড়ায়।
রাজার ভুলে প্রজা মরে, মূর্খ রাজা তাও,
সবার জীবন বাজি রেখে যুদ্ধ করে ফাও।
০৫/১১/২০২৩ ইং