হলুদ বসন্ত বাঁধা পড়ে আছে তোমার আঁচলে
তাই শুধু সুরেলা কোকিল নয়
ডাহুকও ডাকে কুহু কুহু স্বরে
বসন্তের ঘ্রাণে ছুটে আসে শিয়াল-শকুন
আসে মুখোশে মুখ ঢাকা প্রভুভক্ত কিছু কুকুরও
ও পাড়ার বনমালী, ছিদাম তাড়ায় ওদের
লজ্জা যারা বিক্রি করেছে নির্লজ্জের হাটে
তাদের আবার লজ্জা কিসের!
আগে ওরা একটু আধটু কাপড় জড়াতো শরীরে
তাড়া খেয়ে ওরা হয়ে গেছে বেহায়া, উদম
লজ্জায় পালিয়ে যায় বনমালী ও ছিদাম
গলা অব্দি পচা নর্দমায় ডুবে ছিল যারা
তোমার চমকিত বসন্তের ছোঁয়ায়
ওদের উদম শরীরে এখন আতরের গন্ধ
প্রতিদানে ওরা পচা মালও চালিয়ে দেয় চড়াদামে
বিত্ত লাভে তোমার চিত্ত হাসে জনগণকে ফেলে ফাঁদে
নির্লজ্জ সুখানুভূতি জড়িয়ে ধরেছে তোমাকে
ভুলে গেছ লজ্জা পেতে
আকাশ ছোঁবে বলে চড়চড় করে বাড়ছে তোমার খ্যাতির পারদ
নাকি মা লক্ষ্মীর নাকে দড়ি বেঁধে খেলিয়ে খেলিয়ে পকেট ভরাই আসল উদ্দেশ্য?
প্রশ্নটা তোলা থাকলো--
১৬/০৫/২০২২ ইং
প্রসঙ্গ: আকাদেমি পুরস্কার