চৈতি রোদ্দুর ঝাপসা ক'রে দুদিন ধরে মেঘ,
খেলছে দারুণ লুকোচুরি দিচ্ছে ভীষণ বেগ।
গতরাতে টাপুর-টুপুর বৃষ্টি গেল খেলে,
উবে গেল গরম হাওয়া শীতল পরশ ঠেলে।
কোকিল তবু ডাকছে কুহু ঝরছে আমের মুকুল,
আম চাষীদের ভাগ্য পুড়ে ভাসছে আঁখির দুকূল।
অলিকুলের গুনগুনানি দেয় না কানে সুখ,
কিশোরী মেঘ ঝরছে তবু ফুলিয়ে তাদের বুক।
চৈত্র বৃষ্টির হিমেল পরশ দিচ্ছে খুশি ঢেলে,
হয়তো কালকে হাসবে রৌদ্র তপ্ত আঁখি মেলে।
আমি বসে মুঠোফোনে আঁকছি কাব্য কলা,
নেই পাশে কেউ, হয়নি দুঃখের গল্পখানি বলা।
২০/০৩/২০২৪ ইং