ক্ষমতালোভী একদল ক্ষুধাতুর শকুনের কাছে পরাজিত তুমি
কেউ ছিল বৃটিশের একনিষ্ঠ দালাল
কেউ ছিল মাউন্ট ব্যাটেনের পদলেহনকারী
হয়েছ নিরুদ্দেশ কিংবা অপহৃত
কিন্তু তোমার দেশপ্রেমের পিঙ্গল মশাল ধিকিধিকি করে জ্বলছে জনসাধারণের বুকে
বুভুক্ষু হায়নারা চেয়েছিল একেবারে ভুলিয়ে দিতে
কিন্তু হে বীর সেনানী! তারা ব্যর্থ!
স্বাধীনতা-উত্তর ভারতে তোমায় স্মরণ করা ছিল অপরাধ
তোমার কথা বলে কেউ বা খেটেছে জেল
কেউ বা হারিয়ে গেছে চিরতরে
কিন্তু পারেনি তোমাকে ভোলাতে
উপমহাদেশে আজো জন্মেনি তোমার মতো দেশ প্রেমিক, অকুতোভয়, অসাম্প্রদায়িক নেতা
তুমি "আজাদ হিন্দ বাহিনীর" সর্বাধিনায়ক
দেশের প্রথম প্রধানমন্ত্রী
দুর্ভাগ্যের শিকলে বন্দি তোমার জীবন কাহিনী
তোমার জন্মদিনকে ঘোষণা করা হয়েছে "পরাক্রম দিবস" হিসেবে
তোমাকে এই সম্মানে ভূষিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীকে জানাই অকুণ্ঠ শ্রদ্ধা
তোমাকে জানাই এক আকাশ রক্তিম শুভেচ্ছা
চোখের সামনে না থেকেও তুমি আছো সর্বসাধারণের
হৃদয়ে
বিদ্বেষ্টার জিঘাংসায়
হে মহান বীর! যেখানেই থাকো, ভালো থেকো--
২৩/০১/২০২২ ইং