পাথর গড়িয়ে ক্রমে ক্রমে ছোট হয়,
দুঃখময় দুঃসময় হয় না তো ক্ষয়।
সময়ের তারে বাঁধা নদীর জীবন,
কূল থেকে তুলে নেয় পাথর কাঁকন।
এঁটে বসে আছে হাতে খোলা নাহি যায়,
সৌভাগ্যের মরুতৃষ্ণা তপ্ত শলাকায়
বিদ্ধ আজ। চারিদিকে বজ্রবাহী রবি,
জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দীপ্ত ছবি।
এইতো জীবনধারা। অমসৃণ পথে
ঠোকা খেয়ে খেয়ে চলে ক্ষুধাতুর রথে।
বুবুক্ষু উদরে ভক্ষে তীব্র হলাহল,
বিষাক্ত বায়ুর অগ্নি করে কোলাহল।
উদগ্র বিবমিশায় শরীর কাতর,
অপেক্ষায় জীবনের সায়াহ্ন বাসর।
২৫/০২/২০২৪ ইং