খেলার সময় খেলাধুলা
পড়ার সময় পড়া,
করলে সুখের জীবনখানি
যায় সহজে গড়া।
বলবে সবাই "লক্ষ্মী সোনা"
কত্ত পড়া জানো!
পিতা-মাতার কথা তুমি
যত্ন দিয় মানো।
বলবে "তুমি বিদ্বান অতি"
বুদ্ধিসুদ্ধি ভালো,
অজ্ঞানতার আঁধার তাড়াও
জ্বেলে জ্ঞানের আলো।
তোমায় দেখে তোমার আশে
পাশের শিশু যত,
লিখবে-পড়বে যত্ন করে
ঠিক তোমারই মত।
সঠিক পথের পথিক হয়ে
পথ দেখাবে তুমি,
তোমার আলোয় হাসবে ধরা
হাসবে স্বদেশ ভূমি।
৩০/১১/২০২৩ ইং
শিশুতোষ ছাড়া