বাইরে মুহুর্মুহু বাজির শব্দ
বাতাসে বাজি পোড়ানো ধোঁয়ার গন্ধ
প্রবাদ আছে--
ব্রাহ্মণের হাজার মন্ত্র পাঠার এক কান ঝাড়া
আমার দেশের উন্মাদ বাজি প্রেমিকদের জন্য
কথাটি হাড়ে হাড়ে সত্য
আদালত যতই নিষেধাজ্ঞা দিক না কেন
কে শোনে কার কথা!
ওরা না পড়ে পত্রিকা না দেখে সংবাদ
কানাঘুষা যদি শুনেও থাকে
কানে তুলো গুঁজে বাজি পোড়ানোর উন্মাদ নৃত্যে নাচে থৈ থৈ!
পরিবেশ দূষণ! শব্দ দূষণ!
ভেবে ভেবে ডিগবাজি খাক আদালত
পরিবেশবিদ, সমাজ কর্মী ডুবে মরুক পচা ডোবায়
ওদের কী!
ওই বাজি প্রেমিকদের অধিকাংশই বিত্তশালী পরিবারের পোষ্য
পশ্চিমা ভোগবাদী দর্শনের ধারক ও বাহক
নিজেদের খেয়াল-খুশি মতো চলতেই ওরা অভ্যস্ত
ওরা বাতাসে ছুরি মারতে ব্যথা পায়
কিন্তু কারো বুকে ছুরি মারতে কাঁপে না হাত
দারুণ বলিহারি সংবেদনশীল মানুষ ওরা!
শুধু নিজেদের আনন্দ, উল্লাসটুকু বোঝে
বাজির ঝাঁঝালো দূষণে
শিশু, বৃদ্ধ, অসুস্থদের ক্ষতির কথা ওরা ভাববে কেন?
ওরা সুখ বিলাসী, আনন্দ পিয়াসি পাপেট!
০৪/১১/২০২১ ইং
সকল কবি বন্ধুদের জানাই শুভ দীপাবলীর এক আকাশ হৈমন্তী শুভেচ্ছা ও ভালোবাসা।