চুরি করার আগে মশাই ভেবেছিলে কি
চুরির দায়ে জেলে গিয়ে ছাড়তে হবে ঘি?
ছাড়তে হবে আরাম-আয়েশ ঠাণ্ডা ঘরের সুখ!
ভুলতে হবে চাঁদ-বদনী বান্ধবীদের মুখ!!
যাদের টাকা চুরি করলে তারা রাস্তায় শোয়,
কলের জলে উদর পুরে বদনখানি ধোয়।
দিনান্তে খায় এক মুঠো ভাত ক্লান্ত কলেবর,
তাদের পেটে লাথি মেরে চাইছো সুখের ঘর?
ওরে হুলো, রাঙা মুলো মস্ত ভুঁড়ির বর,
বান্ধবী আর টাকা ছাড়া সবই ভাবতে পর।
অন্ধকারের সজীব জন্তু আলোর কি দরকার?
জেলের আন্ধা কুঠুরিতে কাঁদছো কেন আর?
আমজনতার কাঁধের 'পরে চরণ রেখে রোজ,
সুরার সাথে কোরমা-পোলাও করতে ভুরিভোজ।
ভুল খাবারের রসের ভারে বাড়ছে ভুঁড়িখান,
তাইতো মেঝের 'পরে বসতে বের হতে চায় জান!
লোভের বশে ছিলে বলেই এমন দুঃখের দিন,
প্রতিপত্তির ভালে বসে নাচে তাধিন ধিন্!
প্রভাব প্রতিপত্তি কারো চিরস্থায়ী হয়?
পাপের শাস্তি পেতেই হবে কেন পাচ্ছ ভয়?
"ধর্মের কল বাতাস নাড়ায়" চিরকালীন বোল,
গারদ খানায় বসে তোমরা বাজাও না হয় ঢোল।
মূর্খরা সব পাঁকে বসেই ভাবে- আছি বেশ,
দর্পহারী মধুসূদন দর্প করে শেষ।
০৯/০৮/২০২২ ইং