পুলক মাঝির সাধ জেগেছে হবে বড়ো নেতা,
যেমন খুশি করতে পারবে বাধা দেবে কে তা!
বিলিয়ে দিয়ে নিজের সম্পদ,
পালেন তিনি হাড়গিলে বদ,
টাকা খেয়ে দেয় নি কেউ ভোট, হয় নি মাঝির জেতা।
আশার গুড়ে বালি দিয়ে দুধের মাছি চম্পট,
বন্ধ তাদের ঘোরাঘুরি, ওরা ভীষণ লম্পট।
টাকার শোকে এখন মাঝি,
সব চেলাকে বলছে পাজি,
খাড়া চুলে রাস্তায় হেঁটে করছে মাঝি ভট্ ভট্!
টাকার চেয়ে বুদ্ধি বড়ো, সেটাই ছিল স্বল্প,
নেতা হওয়ার মানসে সে দিতো টাকার গল্প।
দাও মেরেছে চতুর লোকে,
মরছে মাঝি তারই শোকে,
এখন মাঝির কাণ্ড দেখে হাসে তারা অল্প।
২১/০৮/২০২২ ইং