ও পাড়ার ওই দাশু পাগলা হাঁটে দিয়ে লম্ফ,
কাঁপে হাতির মতো শরীর, ওঠে ভূমিকম্প।
ছেলে-বুড়ো ভয়তে মরে থাকে না কেউ ধারে,
আট মনী ওই আটার বস্তা যদি পড়ে ঘাড়ে।
একদিন এক সকালবেলা যাচ্ছে দাশু হাটে,
কৃষক যাচ্ছে মনের সুখে গরু নিয়ে মাঠে।
কী জানি কি মনে করে একটা গরুর পিঠে,
হাত বাড়াতেই ছুঁড়লো লাথি, নয় কিন্তু তা মিঠে।
কাদা জলের মধ্যে দাশু পড়লো ধপাস ক'রে,
সিংহনাদে বললো দাশু, এ কী হলো! ওরে!
শব্দ শুনে গরুগুলো ছুটলো ভীষণ ডরে,
মামদো ভূতের মতো সেজে ফিরলো দাশু ঘরে।
কাদামাখা দাশু দেখে পাড়ার ছেলে-মেয়ে,
লম্ফ দিয়ে সম্মুখে যায় উঠে যে গান গেয়ে।
ভীষণ রেগে দাশু পাগলা লাগায় জোরে ধমক,
হাসু এসে ঢোল বাজিয়ে দেখায় খানিক চমক।
অমনি হাসুর কানটি ধ'রে বললো দাশু, পাজি!
আমার সাথে মামদোবাজি, বুঝবি মজা আজি!
হেঁচকা টানে মাথায় তুলে মারলো ছুঁড়ে জলে,
হাবুডুবু খাচ্ছে হাসু ময়লা জলের তলে।
০৪/১২/২০২১ ইং।
(শিশুতোষ ছড়া)