আহা! আহা! ভাবছো কেন "আমরা খাবো কি"?
আঁচল ভরে দিচ্ছে পাগলী পান্তা ভাত আর ঘি!
কাছা ঝেড়ে সব দেবে সে একটু সবুর করো,
ঝঞ্ঝাবাতে তার মাথাতে ছাতাখানি ধরো।
পুজোয় মাতাল বৃদ্ধি করতে বাড়িয়েছে ভাতা,
বেতন বৃদ্ধি, বিদ্যুতের দাম হ্রাসের খুলছে খাতা।
নিঃস্ব জনগণ কে দেবে মাসে মাসে টাকা,
খাবার পৌঁছে দেবে ঘরে গুদাম করে ফাঁকা।
দেখতে শুনতে মানবিক কাজ সন্দেহ নেই কিচ্ছু,
আসলে তার মস্তকে ঠাঁই ক্ষমতার এক বিচ্ছু!
এসব ব্যাপার বুঝবে কি আর লালা-ভোলার দল,
এতেই খুশির ঢোল পিটিয়ে করবে কোলাহল!
আরো যে কি কি দেবে সে ভেবেই না পাই কূল,
হয়তো দেবে সব ঢেলে সে হবে না যার তুল।
অলসগুলোর আলস্য দোষ বাড়বে আরো বেশি,
স্বদেশ প্রেমের নিশান তুলে ফুলাবে সে পেশি।
জনগণের মাথায় চাপবে মস্ত ঋণের বোঝা,
নগ্ন কৌশল খাঁটিয়ে গদির দখল নেবে সোজা।
জনতা, দেশ যাক না গোল্লায় কী এসে যায় তার!?
সবার মাথায় বেল ভেঙে সে হবে পগার পার!!
১৭/০৯/২০২৩ ইং