তোমার উঠোনে চোরা বিত্তের নিয়ন আলো
ঝলসানোর দুরন্ত লোভে পোকা মাকড়ের আগমন
পুড়ে মরে অনায়াসে
আমার উঠোনে চন্দ্রিমার ভরা কোটাল
নারিকেল পাতার ফোঁকর দিয়ে উঁকি মারে সুখ
শান্তিতে বসবাস করে পোকা মাকড়
ভয়-ডরহীন সুখের জীবন
অহংকারের বীজ বোনে বিত্ত
দেবদারুর মস্তক ছুঁয়ে তাকায় আকাশ পানে
ভুলে যায় মাটি-মানুষ-চাঁদের কথা
অতঃপর নির্ভুল পদস্খলন--
২৮/০৮/২০২৩ ইং