হয়তো বা দেখা হবে কোনদিন
কোন এক কবিতার আসরে
তটিনীর কলতানে মিশে যাবো
জমবে দারুণ মজা বড়ো বড়ো কবিদের বাসরে
চড়ুই ভাতির খুশি ধরা দেবে হেসে
চেতনার শ্বেতশুভ্র কপোতেরা মেলে দিয়ে ডানা
শোনাবে স্বপ্নের অবিনাশী গান
চাবুক চালাবে পচা বিবেকের গায়ে
শুভ্র শিশিরের মতো পবিত্র চেতনা
ধুয়ে দেবে নোনা জলে ডুবে থাকা মন
চেতনার দিবাকর মুছে দেবে অকল্যাণ কুয়াশার ডানা
হয়তো বা ধরা দেবে সুখের লগন
সেইদিন মিশে যাবো তোমাদের সাথে
মুছে দিয়ে তমসার রাত
সদলে ওড়াবো স্বপ্নের ধবল নিশান
আনন্দে সবার হাতে রেখে ক্ষুদ্র হাত
২২/০১/২০২৪ ইং
বিঃ দ্রঃ বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন "বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন - ২০২৪" এ যোগদানের জন্য কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি) আমন্ত্রণ জানিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই আক্ষেপ থেকে এ কবিতা। তাই কবিতাটি প্রবুদ্ধ মানবিক চেতনার কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি) কেই উৎসর্গ করলাম।