ছিলে তুমি আঁধারের আলোর মশাল,
বিক্ষিপ্ত হৃদয়ে ছিলে হয়ে স্বপ্নজাল।
হঠাৎ বৈশাখি ঝড়ে ভেঙে দিলে বুক,
আমায় ধরেছে ঘিরে অনন্ত অসুখ।
হাল ভাঙা পাল ছেঁড়া পারানির দশা,
সুন্দর ভুবনে আমি বিমর্ষ-বিবশা।
কাঁটার আঁচড় দিয়ে কোথা নিলে ঠাঁই?
কার বুকে হলে তুমি জগৎ গোসাঁই?
ত্রিভুবনে হয়ে আমি ছিন্নমস্তা কালী,
ওড়াবো ধ্বংস নিশান উথালি-পাথালি।
ছিল বুকে ভালোবাসা কোমল-কমল,
তোমায় পোড়াতে হবো ভীষণ অনল।
ভালোবাসা কেড়ে নিলে কত জ্বালা হয়!
বজ্র-বিদ্যুতের বানে বোঝাবো নিশ্চয়!!
০৫/১২/২০২১ ইং।