ঘুম ভেঙে গেল পাখির কাকলি আর কোকিলের কুহুতানে
চোখ মেলে দেখি বাইরে দারুণ আলো-আঁধারির খেলা
বেরিয়ে পড়ি প্রাতঃভ্রমণে
বইছে মৃদু মন্দ বাতাস
ঝিরি ঝিরি হাওয়ায় দুলছে বৃক্ষের সবুজ পল্লব
এক পশলা বৃষ্টির মতো দুষ্টু বাতাস এসে ভিজিয়ে দিয়ে গেল মন
ভোরের সজীব হাওয়ার পরশ মেখে হাঁটছি
চমকে গেলাম কুকুরের ঘেউ ঘেউ শব্দে
সাতসকালে একটি বিড়ালের সাথে চার-পাঁচটা কুকুরের সাপলুডু খেলা
ভিন্নধর্মী চার-পাঁচ জনের সাথে বালক বীর অভিমন্যুর মতো লড়ে যাচ্ছে সে একা
অশনি সংকেত
আরো একটু এগোতেই দমাদম শব্দ
ঠাহর করতে সময় লাগলো
চার-পাঁচ জন মিলে একটা ছেলেকে রাস্তায় ফেলে পিটাচ্ছে
যেভাবে ক্রিকেট বলকে পেটায় সেভাবে
নিদারুণ ছন্দবদ্ধ মার!!
বিয়ে বাড়ির আলোক সজ্জার মতোই ছন্দোবদ্ধ!
থমকে গেলাম!!
এগোবো! নাকি পিছিয়ে যাবো!!
সাতপাঁচ ভাবতে ভাবতে পেরিয়ে গেলাম ওদের
ওরা নির্বিকার!
ভীষণ নির্লিপ্ত!!
আমাকে হয়তো জীবন্ত মনে করেনি কেউ
আসলে আমরা সবাই এক একটা জীবন্ত লাশ
ওদের কাছে গুরুত্বহীন
ভাবছেন প্রতিবাদ না করে কাপুরুষের মতো পালালাম কেন?
হায়নার কবল থেকে জীবন বাঁচানো ফরজ
প্রতিবাদ করলে আমার অবস্থা হতো ----
দারুণ খুশবু ছড়ানো দিনটা হয়ে গেল চিরতার মতো তিতো
১৯/০৪/২০২২ ইং