রাম ও রহিম হররোজ দেখি ধর্মালয়ে যায়,
স্রষ্টাকে নিবেদন করে আপন খাবার খায়।
মুখস্থ কণ্ঠস্থ ওদের ধর্ম পুস্তক সব,
অহর্নিশি স্রষ্টার নামে করে কলরব।
সবাই ভাবে ওদের মতো ধার্মিক তো আর নেই,
ধর্মের নিন্দা শুনলে ওরা হারিয়ে ফেলে খেই!
মা-বাবাকে ওরা দুজন দেয় না খাবার কেউ,
চুরিবিদ্যায় সিদ্ধহস্ত, চলে- যেন ফেউ!
চাকরি করে, উৎকোচ ছাড়া করে না তো কাজ,
চাকচিক্যময় পোশাক পরে, রাজার মতো সাজ।
আচার-আচরণে ওরা দুর্বিনীত লোক,
পাড়া-প্রতিবেশীর দুঃখে পায় না কোন শোক।
ধরাকে সরা জ্ঞান করে টাকার জোরে, হায়!
পরকীয়া, মদের নেশায় আনন্দে গান গায়!!
পাশাপাশি থাকে দুজন ভীষণ গলার জোর,
নিজ ধর্মকে শ্রেষ্ঠ করতে ঝগড়া করে ঘোর!
সমাজ দেহে এমন মানুষ আছে জানি বেশ,
অকাম করে ধার্মিক সাজে লজ্জা তো নেই লেশ!
এমন লোককে কখনো কি যায় বলা ধার্মিক?
আশা করি উত্তর দিবেন আপনারা ঠিক ঠিক।
১০/০৪/২০২২ ইং
বিঃ দ্রঃ নাম দুটি প্রতীকী। তবে এমন চরিত্রর লোক আমি অনেক দেখেছি। কবিতার নাম নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। দুবার পরিবর্তন করে বর্তমান নাম রেখে দিলাম।