তুমি মুসলিম, আমিও হিন্দু খণ্ডিত তাই শক্তি,
ষণ্ড-ভণ্ড একজোট ব'লে করে না কখনো ভক্তি।
দুষ্টু লোকেরা ধর্ম মানে না অপকর্মের সাথী,
তুমি আর আমি ধর্মের ভেদে ক'রে মরি হাতাহাতি।
ঐক্যের সিঁড়ি অক্টোপাসের হাতেই রয়েছে বন্দি,
এসো কল্যাণে তুমি আর আমি করে নেই সুখ-সন্ধি।
ওরা জড়ো হয় স্বার্থের লোভে মন্দ পতাকা তলে,
তুমি আর আমি ঐক্যের সাঁকো গ'ড়ে তুলি ধ'রে গলে।
এসো ভুলে যাই দেশ-কাল-রঙ-ধর্মের ভেদাভেদ,
আপন ধর্ম শ্রেষ্ঠ মানিয়া না করি যেন গো জেদ।
নিজ ধর্মের উপদেশ মেনে তুমি হও বলিয়ান,
আমার ধর্ম হৃদয়ে বরিয়া আমি হই গরীয়ান।
মস্তকে রেখে ধর্মের বাণী দুয়ে মিলে করি কাজ,
নিশ্চিত জেনো ভণ্ড লোকের মাথায় পড়বে বাজ।
অপশক্তির ডানায় ডানায় শুভ শক্তির ঘাত,
যদি দেয়া যায় নিশ্চিত জেনো হবে ওরা কুপোকাত।
২২/০৯/২০২৩ ইং