ছেড়ে চলে গেছ, শূন্য এ হৃদ
ভরিয়ে দিয়েছে কবিতা।
সে যেন এ হৃদে ভীষণ রুদ্র সবিতা!
হাসিয়া হাসায়, সায়রে ভাসায়
করে না কখনো ভণিতা।
প্রলয় আজিকে বাজায়ে বিষাণ,
রুদ্র ঝড়ের উগ্র নিশান
পড়িছে অসীমে ঝরিয়া।
তোমার অনল সুদীপ্ত বাণ
নিয়েছি হৃদয়ে বরিয়া।
আর ভয় নেই হারাবার কিছু,
ছুটবো না আর তব পিছু পিছু।
মুক্ত আজিকে জীবন আমার ঝঞ্ঝাবাতের মত।
বন্ধনহীন পান্থ আমি হে, হাসিয়া মুছিব ক্ষত!
যদি পিছু ডাকো চাইবো না ফিরে,
যাবো না কখনো পুনঃ তব নীড়ে,
পেয়েছি মুক্তি স্বাদ!
কষ্টের দ্বার রুদ্ধ করেছি, নেই কো বিসম্বাদ!
নির্ভার মন, হৃদয়ে আজিকে বইছে প্রবল সুখ।
কবিতা আমার দখিনা বাতাস,
ফুল বাগিচার সুগন্ধ বাস,
এক নিমিষেই দেয় গো ভুলিয়ে এক রাজ্যের দুখ।
এ মনে আজিকে করিছে বিরাজ অমিয় অসীম সুখ।
০৩/০৫/২০২২ ইং
কবিতাটি আমার অতি প্রিয় বরেণ্য কবি ফারহাত আহমেদ কে উৎসর্গ করলাম। কবিতার সূত্রপাত তাঁর লেখায় কমেন্ট করতে গিয়ে।