বিপদ প্রথম এসেছিলো ছুরি হাতে
পাত্তাই দিইনি তাকে
তাড়িয়ে দিয়েছিলাম দূর দূর করে
তারপর এসেছিলো বিশাল কাটারি নিয়ে
পাত্তা দিইনি তখনো
অতঃপর এলো দু-হাতে পিস্তল নিয়ে
ভয় দেখিয়ে বললো -
ফুটো করে দেবো তোর কুঞ্চিত কপাল
এফোঁড়-ওফোঁড় করে দেবো তোর কলাপাতা হৃদপিণ্ড
সেদিনও ছিলাম নির্বিকার
অতঃপর বিপদ এলো সদর্পে
ভয়ংকর শ্বাপদের রূপে
হাতে নিয়ে শক্তিশালী বোমা
সে বললো- শুধু তোকে নয়
শেষ করে দেবো সব
সবংশে ধ্বংস করে দেবো তোর অস্তিত্ব
আমি এখন নির্বাক পাথর--
ব্যথা নেই কষ্ট নেই
যেন শর সজ্জায় শায়িত নিশ্চল ভীষ্ম
হাসি-খুশি মাখা রৌদ্র করোজ্জল একটা ভোরের অপেক্ষায়
১৯/০২/২০২৪ ইং