চারিদিকে নির্বাচনের বাজছে ডামাডোল,
নেতায়-নেতায় বেঁধে গেছে দারুণ গণ্ডগোল।
এক নেতা কয় অন্য নেতায় মস্তবড়ো চোর,
তাকে ডাকাত ব'লে চোরে করছে রাত্রি ভোর।
আমরা যারা চুনোপুঁটি, আমজনতা ভাই,
এই সুযোগে এসো সবাই আনন্দে গান গাই।
সঙ্গে এনো খোল-করতাল, আরো এনো ঢোল,
বিনে পয়সায় গাঁজা খেয়ে বলবো হরিবোল।
জোঁকের মতো রক্ত চুষে করলো মেয়াদ পার,
দেখলে বলতো, কী হয়েছে? শক্ত রেখে ঘাড়।
এখন ঘুরছে পিছে পিছে জোড় করে দুই কর,
বলছে হেসে ও কাকিমা, আমরা কি আর পর!
মুলোর মতো দাঁতে হাসে, ফুঠছে যেন খই,
বিড়ি চাইলে বলছে, আরে খাও না একটু দই!
আবার যদি নির্বাচনটা পার হয়ে যায় কাল,
উসুল করবে খরচাপাতি ছাড়িয়ে পিঠের ছাল।
এখন বলছে, আমজনতা দেশের জনার্দন,
জিতলে জনগণের সেবায় কাটাবো জীবন।
লঙ্কায় গেলে রাবণ হবে, দিবে না কো দাম!
ওদের পিছে ঘুরতে ঘুরতে ছুটবে দেহের ঘাম!
চোর-ডাকাতে হয়ে যাবে বন্ধু-সহচর,
আমজনতা আমরা আবার হয়ে যাব পর।
আগামী পাঁচ বছর ওরা খাবে ননীক্ষীর,
লাট্টুর মতো ঘুরবো পিছে নিচু করে শির।
২৩/০২/২০২২ ইং