নির্বাচনী ঘোল
--জগদীশ চন্দ্র মণ্ডল
নির্বাচনের বাজনা বাজলে লাগে হট্টগোল,
নেতা-নেত্রী নৃত্য করে কাঁধে নিয়ে ঢোল।
প'ড়ে কারো হাঁটু কাটে
কারো আবার কপাল ফাটে
কেউ সুবিধা আদায় করে, খায় জনগণ ঘোল।
১৮/০৩/২০২৪ ইং
খাঁটি যম
--জগদীশ চন্দ্র মণ্ডল
চেনার ভিড়ে অতি চেনার কদরখানি কম,
লাভের লোভে কম চেনাদের দেয় সকলে দম।
ঘুরিয়ে তাদের দৃষ্টি খানি
মন হরষে টানায় ঘানি
জোঁকের মতো রক্ত চুষে সাজে খাঁটি যম।
১৮/০৩/২০২৪ ইং