শীতের আবেশ ছড়িয়ে দিয়ে
আসছে তেড়ে হিম,
গরিব-দুখি ভয়তে কাঁপে
নয় কেউ তারা ভীম।
বিত্তশালী চিত্তহারা
নেয় না ওদের খোঁজ,
যখন-তখন পলান্ন খায়
যেন বিয়ের ভোজ।
কাঁথা-কম্বল নেই গরিবের
রাস্তার পাশে বাস,
আগুন জ্বেলে রাত্রি পোহায়
ঘুমের সর্বনাশ।
ধনী লোকের বাড়িতে রোজ
পিঠা-পুলির ধুম,
খেজুর রসের হাঁড়িতে দেয়
মনের সুখে চুম।
গরিব ছেলে-মেয়েগুলো
ফ্যাল-ফ্যাল করে চায়,
অর্থাভাবে পায় না পিঠা
পান্তা-লঙ্কা খায়।
নেতা মুখে দিন বদলের
অঙ্গীকারের খই,
পটকার মতো ফাটিয়ে সুখে
নীরবে খায় দই।
১৩/১২/২০২১ ইং।