তুমি ছিলে কুজ্ঝটিকার অন্তরালে,
নেচেছে মন তোমার গানের তালে তালে।
পাইনি দেখতে হরিণ আঁখির চঞ্চলতা,
সুরের ছন্দে হৃদয় ভাঙে নীরবতা।
বন্ধ মনের আগল খুলে সুখের সমীর,
বাঁধে নবীন স্বপ্ন আঁকা আনন্দ নীড়।
দখিন মলয় দেয় মুছিয়ে ব্যথার কাজল,
পুষ্প গন্ধে আমার এ মন ভীষণ পাগল!
প্রভাকরের করাঘাতে টুটলো আঁধার,
সম্মুখে ওই দেখি চেয়ে অকূল পাথার!
মরীচিকায় যায় মিলিয়ে তোমার ছবি,
দহন জ্বালায় পুড়ছে এ মন, নীরব রবি।
০৯/০১/২০২২ ইং