তুই যে আমার নীল যমুনার জল
ঢেউ গুলো বয় ধীরে ধীরে
আছড়ে পড়ে নদীর তীরে
তারই মাঝে তোরে খুঁজি পাই না খুঁজে তল!
ওরে আমার নীল যমুনার জল!
সেই যে কবে ফাগুন রাতে
হাতটি রেখে আমার হাতে
বলেছিলি "ভালোবাসি।"
স্বপ্ন আছে, তুই কাছে নেই দেখি না তোর হাসি।
হেথায়-হোথায় খুঁজে বেড়াই পাই না কেন বল?
ওরে আমার নীল যমুনার জল!
ভোরের নবীন আলোর বানে
তোরে খুঁজি নৃত্য-গানে
ছন্দ তুলে লুকিয়ে বেড়াস কোথায় লুকাস বল?
ওরে আমার নীল যমুনার জল!
তোর ছলনার ইন্দ্রজালে
পাই না বাতাস আমার পালে
চারিদিকে এখন আমার কুজ্ঝটিকার ঝড়।
আঁধার কারার মতোই এখন আঁধার আমার ঘর।
তারই মাঝে তোরে খুঁজি পাই না খুঁজে তল!
ওরে আমার নীল যমুনার জল!
১৯/১১/২০২২ ইং