বর্ষায় নেই বর্ষার দেখা এ যে কোন উৎপাত!
চারিদিকে দেখি ঠনঠনে মাঠ মেঘের মাদল রাত।
শ্রাবণ আকাশে চৈতালি রোদ উগ্রতপ্ত বায়,
টুপ টুপ ক'রে স্বেদ বারি ঝ'রে বেদনার গান গায়।
অম্বরে ঘোরে অম্বুদ রাশি সাদা সাদা পাল তুলে,
নীল নীলিমায় কাশবন যেন কাঁদতে গিয়েছে ভুলে।
প্রেমের বাগানে পুষ্প ফোটাতে এ মেঘের নেই জুড়ি,
কৃষকের চোখে জৈষ্ঠ্যের ঘাম ঝ'রছে বাজিয়ে তুড়ি।
বর্ষা আকাশে শরতের মেঘ বিস্মিত চোখে দেখি,
প্রকৃতির এই রুদ্র খেলায় সব মনে হয় মেকি।
স্বার্থের রোদে পুড়ে পুড়ে মরে প্রেম আর ভালোবাসা,
কর্পূর হয়ে উড়ে যায় মনে বাসা বাঁধা যত আশা।
প্রকৃতির এই খেয়ালিপনায় মানুষের অবদান,
আপন স্বার্থে ধ্বংস করছে প্রকৃতির সুর তান।
ঊষর মরুর রুক্ষতা ভরা মানুষের মনাকাশ,
ভালবাসাহীন পৃথিবীতে হয় নীল বেদনার চাষ।
২৩/০৭/২০২২ ইং