তেলের বাজার চড়া বলে যাইনি ওদিক দিয়ে,
নিজের পায়ে চলছি হেঁটে নূপুর পায়ে নিয়ে।
শব্দ কিছু হচ্ছে জানি, যায় না কারো কানে
আমার সৃষ্ট শব্দ আমায় অমোঘ সুরে টানে।
নিঝুম রাতে নিজের বুকের ধুক পুকুনি শুনি,
বেঁচে থাকার সুখ কতটা আপন মনে গুনি।
নিদ্রা বিহীন রাতের তারার কষ্ট আমার বুকে,
একটুও নেই; নিদ্রা দেবীর কোলে ঘুমাই সুখে।
খ্যাতি-যশের অক্টোপাসের বিড়ম্বনার কষ্ট,
রাত-বিরাতের ঘুম কেড়ে নেয় দেখতে পাচ্ছি পষ্ট।
যা লিখি তা নিজের জন্য নিজের মনের শান্তি,
কারো যদি ভালো লাগে ঘুচায় দিনের ক্লান্তি।
২১/১১/২০২৩ ইং
লেখালেখি করি বলে তপনদা জানতে চেয়েছিলেন, আমার কী কী বই বেরিয়েছে। জবাবে দাদাকে লিখেছিলাম, "আয়বিহীন সংসারে ওই বিলাসিতার দিকে এখনো নজর দেয়া হয়নি।" ঠিক সেই সময়ে আমার মনের মধ্যে যে অনুভূতির জন্ম নিয়েছে, তা সঙ্গে সঙ্গে লিখে ফেলেছি। তপনদার প্রশ্নের কারণে কবিতাটি উৎসারিত বলে তাঁকেই কবিতটি উৎসর্গ করলাম--