জানিস আমি কে?
আমার বাবা মস্তবড়ো নেতা!
যেমন খুশি করতে পারি ঠেকাবে বল কে তা?
আমার সাথে দিবি না আর আড়ি!
নইলে তল্পিতল্পাসহ যেতে হবে বাড়ি!!
পড়ালেখা বন্ধ হবে, করতে হবে কাজ!
যা বলছি তা চুপটি ক'রে শোন রে লক্ষণ আজ!!
নেতা হওয়ার জানিস কী যে গুণ!
নিজে কিংবা পাণ্ডা দিয়ে করতে পারি খুন!!
কারো ঘরে আগুন দেয়া? এ তো কিছুই নয়!
দশ বারোজন মানুষ মরলে সমাজের কী হয়!!
আমার খাবি, আমার পরবি, দিবি অন্যে ভোট?
দিলাম খানিক শিক্ষা এবার ব'সে কপাল খোট!
জিনিসপত্রের দাম বাড়লে বল কেন করিস রাগ?
ইট-বালু আর সিমেন্ট থেকে নিচ্ছি আমরা ভাগ।
সবজির এতো দাম কেন বল বাড়ে?
আমাদের ভাগ না দিয়ে কেউ চলতে পারে না রে!
দেশ চালাতে কত টাকা লাগে!
ভেবেছিস কি আগে?
সব কিছুতে তাই তো আমরা নিচ্ছি চাঁদা রোজ,
এসির মধ্যে মদ ও মাংসে করছি সুখে ভোজ!
অবশিষ্ট তোদের দিচ্ছি পেতে তোদের মন,
তোদের টাকায় কিনছি তোদের- ভাব না রে, লক্ষণ!!
বলছি এবার শোন--
যেমন বলবো তেমন করবি, করবি না রে আন!
নইলে তোদের মন্দ কপাল ভেঙে হবে খান--!!
২৩/০৩/২০২২ ইং