অপেক্ষায় ছিলাম একটা দুঃসংবাদের
অবশেষে ঝড়ের মাতাম হয়ে এলো সে
দিগন্ত বিস্তৃত করে
যেভাবে নিরীহ গাছের ডালপালা উড়িয়ে ঝড় আসে
ঠিক সেভাবে
ভয়ের কাঁপন ধরিয়ে ঘোষণা করলো--
মৃত্যুর মিছিলে সেও একজন--
স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার
স্বপ্ন ছিল দারিদ্র দূর করার
মেটাবে বোনের আবদার--
"একটা পুতির মালা দিবি দাদা"
সংসারে দূর্বিনীত অভাব
ইচ্ছে ছিল সতেজ দখিনা সমীরণে ওড়াবে বৈভব
আলোর মশাল জ্বালানো স্বপ্নের করুণ মৃত্যু
স্বপ্ন রাঙাতে সে বেচে দেয় চৌদ্দ পুরুষের ভিটে মাটি
দালালের হাত ধরে অবৈধ উপায়ে পাড়ি জমায় বিদেশে
পালিয়ে পালিয়ে এ দেশ থেকে ও দেশে
উদ্দেশ্য উন্নত দেশে গিয়ে নসিব বদল
দুর্ভাগ্যের পিছল ছিকড়ে বেধে ধপাস--
সোজা ওপার--
বাড়িতে কেবল কান্নার তুফান
থামাবে কে---
সোনালি স্বপ্নের বাতিঘরে ছিল নিবু নিবু আলো
জোর করে দীপ্তি বাড়াতে গিয়েই চরম বিপত্তি
দপ করে নিভে গিয়ে নীরেট আঁধার
২২/০৪/২০২৪ ইং