নতুন বিশ্ব গড়ি (আর - ৭০)
--জগদীশ চন্দ্র মণ্ডল
খোকা-খুকি ঝগড়া করে
তবুও খেলে রোজ,
মিছে চড়ুইভাতি খেলে
করে তারা ভোজ।
বড়ো মানুষ ঝগড়া করে
রাখে মনে রেষ,
সুযোগ পেলেই ক্ষতি করার
চেষ্টায় থাকে বেশ।
শিশুর সরলতায় এসো
জীবন-যাপন করি,
ভালোবাসার সুখে মাখা
নতুন বিশ্ব গড়ি।
০৬/১২/২০২১ ইং।
ছন্দ সুখের আনন্দ (আর - ৭১)
-- জগদীশ চন্দ্র মণ্ডল
ছড়া লেখা নয় তো সহজ
জানতে হয় গো ছন্দ,
মন খুশিতে লিখলে ছড়া
হবে সেটা মন্দ।
ছড়ার ছন্দ স্বরবৃত্তটা
ভালো করে জানা চাই,
তবেই ছড়া জমবে ভালো
রসের মালাই হবে ভাই।
ছড়ার ছন্দ চর্চা যদি
করে কবি অবিরাম,
ছন্দ সুখের আনন্দে সে
লাফাবে আর ছুটবে ঘাম।
০৭/১২/২০২১ ইং।