আর হেসো না বলে সোনা
চলে গেল হাসি,
কাশেম চাচা দিয়ে কাছা
দিচ্ছে শুধু কাশি।
কাশির দমক বাজায় খমক
শূন্যে ওঠে চরণ,
কাশেম চাচি নাচি নাচি
বলে আমার মরণ।
ভীষণ রেগে দারুণ বেগে
ঘরে ঢুকে চাচি,
মুচকি হেসে একটু কেশে
আনে মস্ত কাঁচি।
হয়ে ফ্যাচাঙ ঘ্যাচাঙ ঘাচাঙ
কাটে চাচার অলক,
কী যে দুখে চাচির মুখে
তাকায় সে অপলক!
বলে চাচি এমন হাঁচি
ভাল্লাগে না, বুড়ো!
যদি তোমার দেখি চুল আর
করবো মাথা গুঁড়ো!
কাণ্ড দেখে আদর মেখে
বলে হাসি হেসে,
চাচির মতন ক'রে যতন
যাবে ভালোবেসে?
তবেই আমি দিবস-যামী
বাসবো তোমায় ভালো,
অন্ধকারে, দুখের ঝাড়ে
জ্বালবো নতুন আলো।
২৮/০৪/২০২২ ইং