শুনতে কী যে ভালো লাগে তাঁর আছে পাঁচ বই!
পাঁজরে তাঁর ভালো লাগার অনন্ত হইচই।
আরেক কবির দশখানা বই,
হৃদয়ে তাঁর নদীর কলতান,
অধরে তাঁর শিশুর হাসি, পাখির কন্ঠের গান।
কারো কারো আরো বেশি, পনের কি বিশ!
ললাটে তাঁর পূর্ণশশী,
হৃদয় জুড়ে দখিন হাওয়ার উড়ন্ত ফিসফিস!
আমি হতচ্ছাড়া কবি! গাঁটে পয়সা নেই,
বই ছাপানোর মন্ত্র জপি, হারিয়ে ফেলি খেই।
সরোজ ভাবনায় গুমোট হাওয়ার নিখুঁত প্রশ্নবাণ,
কবিতার বই কিনে পড়ে বলো তো কোন চান?
অমনি ভাবনা থমকে দাঁড়ায়, বন্ধ মনের সুখ,
চৈত্র দাহে জল অভাবে চাতক পাখির দুখ।
আগে কবি অল্প ছিল ফুটতো তাদের নাম,
এখন কবির মহারণ্য, কজনে পায় দাম?
রবি ঠাকুর, কাজী নজরুল আসবে না কেউ ফের,
এত প্রচার মাধ্যম তবু ফুটছে কি নাম ঢের?
বই প্রকাশের ভাবনার প্রদীপ নিভে গেল দপ!
মন কেমনের উড়ন্ত মেঘ ঝরছে না টপ-টপ!!
কাঁটার মতো বিঁধে থাকা ভাবনা পুড়ে ছাই,
উড়তে থাকা ঘুড়ির যা হয় না থাকলে নাটাই।
বিত্তহীনের চিত্ত নৃত্য থামানোর কৌশল,
জানতে হবে--
নইলে ডুবতে জুটবে না কো আধেক ঘড়া জল।
০৯/১২/২০২৩ ইং