প্রজ্বলিত অগ্নিপানে পতঙ্গ প্রবর
মধুলোভী মক্ষিকার মতো ধেয়ে যায়।
নিমেষে অঙ্গার হয় জীবন্ত খেচর
সুখের জীবন খানি ধুলায় লুটায়।
আমার দেশের পানে নাপাক শকুন
লোভের অনল দৃষ্টি বারে বারে হানে।
নিরন্তর সন্ত্রাসের বাণপূর্ণ তূণ
কাঁধে নিয়ে জর্জরিত করে হিংসা বাণে।
বিবেকানন্দ, রবির সোনার এ দেশ।
সূর্যতেজী সুভাষের সাহসী কৃপাণ
স্বদেশ রক্ষায় ব্রতী- সন্দেহ নেই লেশ।
সুরক্ষা বলয় ভাঙে কোন বলবান?
রে পামর! বন্ধ করো লালসার আঁখি!
নতুবা ললাটে পরো দুর্ভাগ্যের রাখি!!
২৪/০১/২০২৩ ইং