ভিজিয়ে ঠোঁটের ডগা সুস্বাদু সুরায়,
আনন্দ লহরী তুলে সুখে গান গায়।
বলে, "ওরে, কে আছিস? ধর কাছা খান,"
আমারে মাতাল বলে কোন শাজাহান?
কখনো নেশার ঘোরে ভুলে নিজ কাম,
শিরে চটিজুতো রেখে করে হরিনাম।
তবু কি মাতাল বলা তাতে শোভা পায়?
গিন্নিকে মা বলে ডাকে! সে মরে লজ্জায়!!
নেশায় মত্ত হলেই লুপ্ত হয় জ্ঞান,
উল্লাসে পর নারীর করে ব'সে ধ্যান।
উগ্রমূর্তি গিন্নি বলে, "এ কোন মাতাল!"
নন্দলাল বলে, "তোর তুলে নেবো ছাল!!"
মত্ত হয়ে গিন্নিকে সে ধরিবারে যায়,
ধপাস!! প'ড়ে দু-দাঁত মাটিতে লুটায়।
২১/০৯/২০২৩ ইং
বিঃ দ্রঃ রম্য হলেও এটাই আমাদের সমাজ চিত্র।